1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সখিপুরে কাকড়াজান ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা। চট্টগ্রামে বিতর্কের জেরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী খু’ন, চার সহপাঠী গ্রেপ্তার সেনবাগে রাতের আধাঁরে মুখোশধারীদের তান্ডব,দোকান ঘর ভাংচুর করে অভিযোগ দায়েরের প্রস্তুতি নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব নয়-বাবু জয়ন্ত কুমার কুন্ডু ভূজপুরের মুফতি শাহেদ সুলতানী কাতার ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক স্কলার নিযুক্ত ৩ তারিখের মহাসমাবেশ সফল করতে হাটহাজারীতে হেফাজত ইসলামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গণতান্ত্রিক প্রশাসনে ই-গভর্ন্যান্সের ভূমিকা ও সম্ভাবনা ঝিনাইদহ হাইওয়ে পুলিশের অভিযানে ১৬ পিস ফেনসিডিলসহ একজন আটক নিখোঁজের ১২ ঘণ্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার।

রাউজানে ফজলে করিম ও ফারাজ করিমের ফাঁসির দাবি

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

 

আজগর সালেহী, ব্যুরোচীফ চট্টগ্রাম।

 

রাউজান প্রতিনিধি : রাউজানের কসাই নামে পরিচিত সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী জুনু ও তার পুত্র ফারাজ করিম চৌধুরী ওরফে বিকাশ ফারাজের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা শাখা।

রাউজান ছাত্র প্রতিনিধিবৃন্দ ও ১৬ বছরের নির্যাতিত সাধারণ মানুষের অংশগ্রহণে রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জলিল নগর বাস স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাই গণহত্যার সময় চট্টগ্রামে সর্বোচ্চ অস্ত্র ও সন্ত্রাসী বাহিনীর যোগানদাতা ছিলেন ফজলে করিম ও তার পুত্র ফারাজ করিম। তারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত, অসংখ্য গুম, খুন ও ধর্ষণের অন্যতম আসামি। বক্তারা রাউজানের ভূমিদস্যু ও আয়নাঘরের কারিগর ফজলে করিমের ফাঁসি এবং তার পুত্র ফারাজ করিমের গ্রেপ্তার পূর্বক ফাঁসি কার্যকর করার দাবি জানান।

তারা আরও বলেন, গত ১৬ বছরে রাউজানকে মিনি হিন্দুস্তানে পরিণত করা হয়েছিল। বাইরের মানুষ রাউজানকে ‘ইন্ডিয়া’ বলে সম্বোধন করত। ফজলে করিম ও তার পুত্রের একক আধিপত্য এতটাই ছিল যে, এখানে আইন, সরকার ও প্রশাসন তাদের হাতে নিয়ন্ত্রিত ছিল।

এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এতে একাত্মতা প্রকাশ করেন।

সমাবেশে ১৫-১৬ বছরের নির্যাতনের কথা তুলে ধরে ফজলে করিমের ফাঁসির দাবি জানান ভুক্তভোগীরা। পরে ফজলে করিমের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন ছাত্র প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট