কবীর আহমেদ, সরিষাবাড়ী প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিকদের নিয়ে এ প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কৃষ্ণ পাল। উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সাংবাদিক আব্দুল আজিজ প্রমুখ।
শহীদ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হবে।
ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, শহীদ দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।