1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ লালমনিরহাটে তিস্তা পানি বেড়ে যাওয়া ১৫ টি গ্রাম প্লাবিত। প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত। লালমনিরহাটে চুরি যাওয়া ২ টি অটোরিকশা উদ্ধার ও ০২ জন গ্রেফতার। মধ্যনগরে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণমালা ২০২৫ অনুষ্ঠিত উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী জামালপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হাতিয়ায় বিজয় মিছিল সফল করতে প্রস্তুত সুখচর ইউনিয়ন বিএনপি হাতিয়ায় হরিণের মাংস সহ এক পাচারকারী আটক

মতলব উত্তরে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একদিনের ফুলের ব্যবসায়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

 

মো: জিহাদ হোসেন
উপজেলা প্রতিনিধি মতলব উত্তর চাঁদপুর।

 

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় ভাষা শহিদদের ফুলের শ্রদ্ধা জানাতে (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে ফুল কেনা শুরু করেন গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আর ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর ও প্রভাতফেরি শেষে শহিদ বেদিতে পুষ্প অর্পণ করা হয়। এ শহিদ দিবসকে কেন্দ্র করে এক দিনের জন্য অস্থায়ী ফুলের ব্যবসায়ী হয়ে উঠেন অনেকেই।

মতলব উত্তরের বাজারগুলোতে দেখা গেছে যেমন, মতলব বজার, ইসলামিয়া মার্কেট নতুন বজার ছেংঙ্গারচর বাজার,সুজাতপুর বাজার স্থানীয় ফুল ব্যবসায়ীসহ অনেকে শখের বশে গোলাপ, রজনীগন্ধা, ফুলের রিংসহ বিভিন্ন ফুলের পসরা সাজিয়ে বসেছেন।

এ সময় কথা হয় বিশেষ দিবসগুলো উপলক্ষে শখের বশে ফুল বিক্রি করা সুজন সাহর সঙ্গে, তিনি বলেন ‘গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার শাহবাগ থেকে ফুল কিনে এনেছি। অন্য ফুলের দাম তুলনামূলক স্বাভাবিক আছে। কিন্তু গতবারের চেয়ে এবার গোলাপ ফুলের দাম কম। একটি গোলাপের দাম পড়েছে গড়ে ১০ টাকা। একটি রজনীগন্ধার স্টিক বিক্রয় করেন একশত টাকা থেকে দেড়শ টাকা। ফুলের দাম কম হওয়ায় ক্রেতার সংখ্যা বেশি। এবার লাভবান হতে পারবেন আশা করেন।

স্থানীয় ফুল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশেষ দিনগুলোতে পাইকারি বাজারে ফুলের দাম বেড়ে যায়। কারণ হিসেবে তারা জানান, শখের বশে অনেকেই এক দিনের জন্য ফুল ব্যবসায় আসেন। তারা লাভ-লোকসান বুঝেন না। সেজন্য যারা নিয়মিত ফুলের ব্যবসা করেন তাদেরও বেশি দামে ফুল কিনে নিয়ে আসতে হয়।

অভিভাবকরা তাদের সন্তানদের ফুল কিনে দিতে দেখা যায়। এ সময় অভিভাবকরা জানান,গত বছরের তুলনায় এই বছর ফুলের দাম কম। একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহিদদের সম্মানে শহিদ মিনারের বেদিতে ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানাবেন। সেজন্য ছেলেমেয়েদের নিয়ে ফুল কিনতে এসেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট