সোহান রানা সখিপুর উপজেলা প্রতিনিধি
সাদিয়া আক্তার পিতা সানোয়ার হোসেন গ্রাম বহরিয়া চতলবাইদ থানা সখিপুর জেলা টাঙ্গাইল। ঐ একই গ্রামে গত দুই বছর আগে করিম হোসেনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী মনির মিয়ার কাছে বিয়ে হয়। মনির মিয়া তার স্ত্রী সাদিয়া আক্তার কে তিন মাসের অন্তঃসত্ত্বা রেখে প্রবাসে চলে যায়। মনির মিয়া প্রবাসে যাওয়ার পরে তার স্ত্রী সাথে কোনরকম যোগাযোগ করে না। এক পর্যায়ে হঠাৎ করে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেয়। গত ০৫/০৩/ ২০২৫ ইং রোজ বুধবার প্রবাস থেকে দেশে আসে। একই গ্রামে বিয়ে হওয়ায় তা জানতে পারে সাদিয়া আক্তার। স্বামী দেশে আসায় খবর পেয়ে সাদিয়া আক্তার বাবার বাড়ি থেকে সাত মাসের বাচ্চা নিয়ে স্বামীর বাড়ি যায়। স্বামীর বাসায় যাওয়ার পরে শাশুড়ি ছোট ভাইয়ের বউ, ও ছোট ভাইয়ের শাশুড়ি সাদিয়া আক্তার কে মারধর করে বাসা থেকে বের করে দেয়। ০৭/০৩/২৫ ইং রোজ শুক্রবার সাদিয়া আক্তারের স্বামী মনির মিয়া সাত মাসের বাচ্চা রেখে নতুন করে আরেকটি বিয়ে করতে যায়। এ খবর সাদিয়া আক্তার জানতে পারে বাধা দিতে গেলে আবারো ছাদিয়া কে মারধর করে বাসা থেকে বের করে দেয়। ছাদিয়া আক্তার থানায় যায়। এবং একটি অভিযোগ দাখিল করে। অভিযোগের ভিত্তিতে থানা থেকে মোবাইল ফোনের মাধ্যমে বিবাহ টি বন্ধ করতে সক্ষম হয় এবং ছাদিয়ার শশুর বাড়ি পুলিশ যায়এবং পুলিশ ছাদিয়ার অভিযোগের সত্যতা পায়…