1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সখিপুরে কাকড়াজান ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা। চট্টগ্রামে বিতর্কের জেরে সপ্তম শ্রেণির শিক্ষার্থী খু’ন, চার সহপাঠী গ্রেপ্তার সেনবাগে রাতের আধাঁরে মুখোশধারীদের তান্ডব,দোকান ঘর ভাংচুর করে অভিযোগ দায়েরের প্রস্তুতি নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব নয়-বাবু জয়ন্ত কুমার কুন্ডু ভূজপুরের মুফতি শাহেদ সুলতানী কাতার ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক স্কলার নিযুক্ত ৩ তারিখের মহাসমাবেশ সফল করতে হাটহাজারীতে হেফাজত ইসলামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গণতান্ত্রিক প্রশাসনে ই-গভর্ন্যান্সের ভূমিকা ও সম্ভাবনা ঝিনাইদহ হাইওয়ে পুলিশের অভিযানে ১৬ পিস ফেনসিডিলসহ একজন আটক নিখোঁজের ১২ ঘণ্টা পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার।

মতলব উত্তরে গাছ কাটতে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রী ও সন্তানকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

মো: জিহাদ হোসেন
উপজেলা প্রতিনিধি মতলব উত্তর চাঁদপুর।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় গাছ কাটতে বাধা দেওয়ায় স্বামী-স্ত্রী ও সন্তানকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। শুক্রবার (৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ছেংগারচর পৌর এলাকায় কলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আকরাম হোসেন (৭০) ও তার স্ত্রী সালেহা বেগম (৫৫) এবং তার কন্যা এ্যানি (২৩) বর্তমানে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। এ ঘটনায় আহত আকরাম হোসেনের স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে কলাকান্দা গ্রামের শিপন মিয়াজী (৫০), ইমরান মিয়াজী, মো. আতিক (৫০) সহ ১২ জনকে বিবাদী করে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করছেন।
আহতদের ছেলে মো. সাহেদ বলেন, গতকাল দুপুরে আমাদের গ্রামের শিপন মিয়াজী, ইমরান মিয়াজী, হান্নান মিয়াজী, মো. আতিক আমাদের জমির গাছ কাটছিল। আমার বাবা তাদের বাধা দিলে একপর্যায়ে তারা লাঠি ও ছেনা দিয়ে আমার বাবাকে পিটানো ও কোপানো শুরু করে। পরবর্তীতে আমার মা ও ছোট বোনে তাকে রক্ষা করতে গেলে তাদেরকেও হত্যার উদ্দেশ্যে ছেনা দিয়ে দিয়ে কুপিয়ে জখম করে। আমার বাবা মা ও ছোট বোনের ঘাড়, পিঠ, মাথা ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া বাবার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে আমার মা-বাবা ও ছোট বোনে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রশাসনের কাছে আমি সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
অভিযুক্ত মো. আতিক জানান, গাছ কাটা কে কেন্দ্র করে সামান্য মারামারি হয়েছে। শিপন কারো কথা শুনেনা। উগ্র মেজাজ নিয়ে তাদের উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শী মো. সোহেল সরকার জানান, তাদের সীমানার গাছ কাটা কে কেন্দ্র করে শিপন মিয়াজী সহ তাদের লোকজন আকরাম হোসেন সহ তার স্ত্রী সন্তানের উপর অতর্কিত হামলা চালায়। আমি নিজে উপস্থিত থেকে হামলা বন্ধ করে আকরাম হোসেন ও তার স্ত্রী সন্তানকে হাসপাতালে পাঠিয়েছি।
মতলব উত্তর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ভুক্তভোগীদের সঙ্গে প্রতিবেশীদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। গাছ কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্তের জন্য ঘটনাস্থলে থানা পুলিশ এ গিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট