সাংবাদিক, ফরিদ আহমেদ।
চাঁদপুর, হাইমচর উপজেলা আলআমিন মহিলা মাদরাসার কক্ষে অনুস্ঠিত হয় রমজানের ফজিলত সম্পর্কে যাকাত শীর্ষক আলোচনা সভা । উক্ত অনুষ্ঠানে আলোচনারাখেন হাইমচরের হাজার আলেমের ওস্তাদ বিষয় ভিক্তিক আলোচক জনাব আঃ রহমান হামিদি সাহেব। তিনি বলেন সঠিক পদ্ধতিতে যাকাত আদায় করলে ১০ বছরে বাংলাদেশে দারিদ্র্য থাকবেনা যাকাত নেওয়ার লোক থাকবেনা এই যাকাত ভিক্তিক সমাজ ব্যবস্থা চালুকরতে হলে ইসলমিক শাসকের বিকল্প নাই। ইসলামি হুকুমত প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের প্রধান যাকাত সংগ্রহকরে তাদের মাধ্যমে যাকাত প্রদানকরবেন। সকলকে যাকাত সঠিকভাবে দেওয়ার আহ্বান করেন। আরো আলোচনা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি জনাব, জসিমউদদীন বাহার। জনাব, আবুলহোসেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির কুরআনের আলোকে যাকাত প্রদান করার জন্য অনুরোধ করে বলেন কাপড়, লুঙ্গি, গামছাদিয়ে যাকাত নয় একজন অসহায়কে সাবলম্বি করতেহবে যাকাতের টাকাদিয়ে যাকাত পন্য দ্রব্যকে ধুয়েমুছে পবিত্র করে। ইসলামি হুকুমত ছাড়া সঠিকভাবে যাকাত আদায়করা সম্ভবনা তাই আসুন নিজ দায়িত্বে যাকাতের এক অংশ সংগঠনকে প্রদানকরি দেশ ও জাতির উন্নতির লক্ষে যাকাতভিক্তিক সমাজগঠনকরি।