1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

শিশু ধর্ষণের প্রতিবাদে পীরগাছা সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

 

পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

শিশু ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পীরগাছা সরকারি কলেজ ছাত্রদল। ১০ মার্চ ২০২৫, সোমবার সকাল ১১টায় পীরগাছা সরকারি কলেজ ক্যাম্পাসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটি পীরগাছা সরকারি কলেজ ছাত্রদল নেতা মোঃ সোহানুর রহমান সোহাগের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। কর্মসূচীটি মাগুরা জেলার আছিয়া নামে এক শিশুর উপর পৈশাচিক শারিরিক নির্যাতনের প্রতিবাদে আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের বিপ্লবী ছাত্র নেতা ও সদস্য সচিব মোঃ মোফাচ্ছিরুল ইসলাম মিলন, পীরগাছা সরকারি কলেজের বিভিন্ন বিভাগীয় প্রভাষকরা –
১. মোঃ মাহমুদ-উল-হাসান ইমরান (প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ)
২. জগদীস চন্দ্র রায় (প্রভাষক, ভূগোল বিভাগ)
৩. শাহ নেওয়াজ পারভেজ মারুফ (প্রভাষক, বাংলা বিভাগ)।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এবং বর্তমান পীরগাছা উপজেলা যুবদলের আইকন ও যুবনেতা মোঃ মোস্তাফিজার রহমান রুমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীরগাছা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যরা, যারা মানববন্ধনে অংশ নেন:
১. লিমন পাঠোয়ারি
২. নাহিয়ান লিমন
৩. মুর্ছালিন
৪. মোনাঈম
৫. ইয়াছিন
৬. আশিকুর রহমান
৭. সুলতান মাহমুদ
৮. শারমিন আক্তার
৯. আছিফা
১০. মাহবুবা আক্তার।

মানববন্ধনে বক্তারা শিশু ধর্ষণের মতো অমানবিক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। নারী, শিশু থেকে শুরু করে বুড়ি পর্যন্ত কেউ ধর্ষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না। তারা দাবি করেন, বিচার বিভাগের সর্বোচ্চ আইনে নির্যাতনকারীদের প্রকাশ্যে শাস্তি প্রদান করা হোক, যাতে সমাজে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।”

মানববন্ধনে বক্তারা আরও বলেন, “ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করা উচিত, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়।”

এভাবে সমাজে সচেতনতা সৃষ্টি করতে এবং ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচী অব্যাহত থাকবে বলে উপস্থিত বক্তারা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট