1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

পীরগাছা মাদ্রাসা পরিষদ আয়োজিত ইফতার মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

মু. আবু নাঈম পীরগাছা

 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ১৭ মার্চ পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হক সুমন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পীরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সৈয়দ সুজা মিঞা,একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া, পীরগাছা উপজেলা জামাআত নেতা মোঃ বজলুর রশিদ মুকুল, এবং মানব সম্পদ বিভাগের রংপুর শাখার সভাপতি মোঃ মোত্তালিব হোসেন।

এছাড়া, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ পীরগাছার সভাপতি ডা. মোঃ জাকির হোসেন, সেক্রেটারি মোঃ আশাদুজ্জামান আল আমিনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে তারা লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত এবং বৈষম্যের শিকার হয়েছেন। তারা বলেন, এই পরিস্থিতির পরিবর্তন হওয়া জরুরি, যাতে ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষকরাও সমাজে সম্মানজনক স্থান লাভ করতে পারেন এবং তাদের দাবি ও অধিকার নিশ্চিত হয়।

মাদ্রাসা শিক্ষকরা এসময় আশাবাদ ব্যক্ত করেন যে, তাদের এই সংগ্রাম এবং উদ্যোগের ফলে সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেয়া হবে এবং শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। তারা সম্মানিত অতিথিদের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, যেন তাদের প্রতি আর কোন বৈষম্য বা অবিচার না ঘটে।

এছাড়াও, মাহফিলের পরে উপস্থিত সবাই একত্রিত হয়ে ইফতার করে এবং দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন, যাতে জাতি ও সমাজের সমৃদ্ধি এবং মাদ্রাসা শিক্ষকদের উন্নতির জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়।

এই মাহফিলের মাধ্যমে মাদ্রাসা শিক্ষকদের একত্রিত হওয়ার সুযোগ সৃষ্টি হয় এবং তাদের দীর্ঘদিনের দাবী সমর্থন করার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট