1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ লালমনিরহাটে তিস্তা পানি বেড়ে যাওয়া ১৫ টি গ্রাম প্লাবিত। প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত। লালমনিরহাটে চুরি যাওয়া ২ টি অটোরিকশা উদ্ধার ও ০২ জন গ্রেফতার। মধ্যনগরে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণমালা ২০২৫ অনুষ্ঠিত উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী জামালপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হাতিয়ায় বিজয় মিছিল সফল করতে প্রস্তুত সুখচর ইউনিয়ন বিএনপি হাতিয়ায় হরিণের মাংস সহ এক পাচারকারী আটক

হিন্দু সম্প্রদায়ের বাড়ি ভাংচুরের প্রতিবাদে – মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

 

প্রতিনিধি দিঘলিয়া, খুলনা
এ এফ এম ইমরুল ইসলাম

দিঘলিয়া উপজেলার
সেনহাটি ইউনিয়নের বরইতলা ঘাট মোড়ে হিন্দু সম্প্রদায় ও এলাকাবাসীর পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বরইতলা নিবাসী মোঃ ছদরুল আমিনের ছেলে মোঃ দবিরের বিরুদ্ধে এলাকার সর্বস্তরের মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করে। উক্ত দবীরের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ, ভূমি দস্যুতা ও হিন্দুর জমি দখল এবং ভাঙ্গচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। বক্তারা এ সময় উক্ত দবিরের গ্রেফতার ও শাস্তির দাবী জানান। সেনহাটি হিন্দু সমাজ কল্যাণ পরিষদের আহবায়ক বাবু অমিত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান সাজ্জাদ, ভুক্তভোগী পরিবারের পক্ষে দিপংকর কুমার শীল(নয়ন), দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সৌমিত্র কুমার দত্ত, অলোক বিশ্বাস, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ লিটন, লিটন শীল, শাহ আলম বিশ্বাস, কোমল ঘোষাল, প্রফুল্ল চন্দ্র শীল, চিত্ত গুহ, মিঠু দত্ত, মোঃ বক্কার, মোঃ কওসার আলী, বরইতলা জামে মসজিদের সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান খোকন, কোষাধ্যক্ষ সুমন হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোল্যা প্রমুখ। বরইতলা নিবাসী মৃত দিলিপ কুমার শীলের পুত্র দিপংকর কুমার শীল (নয়ন) এ প্রতিবেদককে বলেন, দবির একজন হিংস্র প্রকৃতির ছেলে। সে ৫ আগষ্টের সুযোগ নিয়ে আমাদের পরিবারের অনেক ক্ষতি করেছে। আমাদের এলাকা ছাড়া করেছিল। আমাদের ঘর-বাড়ি ভেঙ্গে দখল করে নেয় জোর পূর্বক। আমরা প্রতিবাদ করলে আমাদের নানাভাবে হুমকি-ধামকি ও জান মালের ক্ষয়ক্ষতির হুমকি দেয়। আমরা বিভিন্ন মহলে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পায়নি। এ ব্যাপারে বদর ও বদরের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।
এ ব্যাপারে কথা হয় মোঃ ছদরুল আমিনের পুত্র দবিরের সাথে। তিনি এ প্রতিবেদককে জানান এ সমস্যা অনেক আগের। এলাকার কিছু স্বার্থান্বেষীমহল আমার বিরুদ্ধে এগুলো করছে। জমি জমা নিয়ে প্রশাসনের লোকজন অনেকরার বসে মিমাংসা করেছে। জনস্বার্থে ল্যাট্রিন প্রশাসনের পক্ষ থেকে ভেঙ্গে ফেলার জন্য তখন বলা হয়েছিল। কে বা কারা এটা সেদিন ভেঙ্গেছে তা জানিনা। শাহ আলম নামক জনৈক ব্যক্তির বাড়ির মাঝে একটা সরকারি রাস্তার ব্যাপারে কথা বলাই উক্ত ব্যক্তি লোকজন নিয়ে আমার বিরুদ্ধে এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আমার বিরুদ্ধে উষ্কানি সৃষ্টি করছে যা তদন্ত করলে সত্যতা প্রমাণিত হবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট