
জেলা প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াদুদ সরকার
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে জামায়াতের ইফতার মাহফিলে হাজার হাজার জনতা অংশগ্রহণ করেছেন ।
এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আমির জামায়াতে ইসলামের মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির মোঃ আব্দুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা কি আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদক প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম লেবু ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার শ্রমিক ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান এবং শিবির সভাপতি ফেরদৌস সরকার রোমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন পলাশ বাড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টু ও বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের মাসুদ রানা ও বিভিন্ন স্তরের পেশাদার ব্যবসায়ী চাকুরীজীবী ও সাধারণ জনক ।