1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার ও নির্বাহী সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি :

 

সত্য ও শোষিতের পক্ষে স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত সাংবাদিকদের প্রাণের সংগঠন ‘গাজীপুর সাংবাদিক পরিষদ’-এর উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ইফতার মাহফিল ও নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) গাজীপুর সদর উপজেলার সাহেববাড়ি রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্যিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিল শেষে সংগঠনের গুরুত্বপূর্ণ নির্বাহী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মো. মোজাহিদ এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন। তিনি বলেন,
‘সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব ও ব্রত। সত্যের পক্ষে অবিচল থেকে অন্যায় ও অন্ধকারের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে বিপন্ন মানুষ, দেশ ও বিবেকের প্রতি দায়বদ্ধ থেকে। গাজীপুর সাংবাদিক পরিষদ সেই দর্শন ও আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছে, এটা আশাজাগানিয়া বার্তা।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের বুদ্ধিবৃত্তিক লড়াই ও লেখনীর ভেতর স্পষ্টভাবে উঠে আসে মানুষ ও কালের মুখচ্ছবি। যা কিছু সত্য ও সুন্দর,এবং শোষিতের বিরুদ্ধে যে অকপট প্রকাশ সে সত্যই প্রতিফলিত হয় এ প্ল্যাটফরমে। তাই সাহস ও সততার সঙ্গে সাংবাদিকতার আদর্শ মেনে চলতে হবে। প্রত্যেককেই হয়ে উঠতে হবে আতাউস সামাদ, মোনাজাতউদ্দিন ও মিনার মাহমুদ। সত্য প্রকাশে ভয় পেলে চলবে না। মানসিক দৃঢ়তা নিয়ে মানুষ, দেশ ও সভ্যতার জন্য কাজ করে যেতে হবে।’

এ সময় আরও বক্তব্য রাখেন উপদেষ্টা আলমগীর হোসেন খান, নির্বাহী সদস্য ও ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রশাসনিক কর্মকর্তা মিঠুন সিদ্দিকী, কলামিস্ট সাঈদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তারা সবাই সাংবাদিকদের অধিকার, চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন এবং গাজীপুর সাংবাদিক পরিষদের ভূমিকার প্রশংসা করেন।

ইফতার মাহফিল শেষে সংগঠনের নির্বাহী সভা অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট