1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

মতলব উত্তরে জাতীয়তাবাদী কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

 

মো: জিহাদ হোসেন
উপজেলা প্রতিনিধি মতলব উত্তর চাঁদপুর।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবীপুরে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের ঘর পোড়ার মামলায় বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জিশান আহমেদ ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ শাহজালাল সহ বিএনপি নেতাকর্মীদের আসামী করে মামলা করার প্রতিবাদে থানার সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
২৬ মার্চ বুধবার সকালে মতলব উত্তর থানার সামনে আয়োজিত এই মানববন্ধনে নবীপুর ও বাগানবাড়ী ইউনিয়নের শতশত নারী পুরুষ অংশ গ্রহণ করেন। এসময় নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার প্রতিবাদে স্লোগান তোলেন মানববন্ধনকারীরা।
বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন ও তার স্বামী সাবেক যুবদল নেতা মাজহারুল ইসলাম রাজনৈতিক ভাবে হেরো সাজার জন্য তাদের ঘরে নিজেরাই আগুন দিয়েছে। এই আগুন কেন্দ্র করে এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ওই মামলায় জামিন পাওয়ার পরও ডিবি পুলিশ দিয়ে অন্যায়ভাবে আটক করে হেনস্তা করেছে। এবং আরো একটি মিথ্যা পর্ণ মামলা দিয়েছে।
মানববন্ধনকারীরা আরো বলেন, দুইটি মিথ্যা মামলা দিয়ে এলাকার নিরপরাধ সাধারণ মানুষ ও জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে এভাবে হয়রানির প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। অতি দ্রুত এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে। তা না হলে আমরা আরো কঠোর ভাবে কর্মসূচি পালন করব। শুধু তাই নয়, জোবাইদা ইসলাম জেরিনের চারটি বিয়ে ও ২ টি সন্তান থাকার পরও কিভাবে ছাত্রদল করে এবং তার যত অপকর্ম আছে তা জাতির সামনে তুলে ধরা হবে।
এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী জেরিন বলেন, আমি কেন্দ্রে রাজনীতি করি। লোকালে আমার সাথে কারো কোন শত্রুতা নেই। আমার ঘর পোড়ার ঘটনায় যাদের সন্দেহ হয়েছে, তাদের বিরুদ্ধেই মামলা করেছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগত ভাবে যা সমাধান হয়, আমি তা ই মেনে নিব।
ওসি মোঃ রবিউল হক বলেন, ছাত্রদল নেত্রীর ঘর আগুনে পুড়ছে ঠিক, কিন্তু অগ্নিকাণ্ডের কোন সূত্র পাওয়া যায় নি। তিনি সন্দেহ ভাজনদেরকে বিবাদী করে আগুন পোড়া মামলা করেছেন। পাশাপাশি পর্ণগ্রাফি আইনে আরেকটি মামলা হয়েছে। মামলা তদন্ত চলছে, শেষ হলে পুরো ঘটনা জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট