1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সরিষাবাড়ীতে জামায়াত নেতার গণসংযোগ লালমনিরহাটে তিস্তা পানি বেড়ে যাওয়া ১৫ টি গ্রাম প্লাবিত। প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও বিক্ষোভ লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনায় মানববন্ধন ও সভা অনুষ্ঠিত। লালমনিরহাটে চুরি যাওয়া ২ টি অটোরিকশা উদ্ধার ও ০২ জন গ্রেফতার। মধ্যনগরে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পূর্ণজাগরণমালা ২০২৫ অনুষ্ঠিত উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী জামালপুরে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে হাতিয়ায় বিজয় মিছিল সফল করতে প্রস্তুত সুখচর ইউনিয়ন বিএনপি হাতিয়ায় হরিণের মাংস সহ এক পাচারকারী আটক

বিলচাপড়া গ্রামের একই পরিবারের দুই ছেলে জটিল-বিরল রোগে আক্রান্ত, বৃত্তবানদের সাহায্যের হাত বাড়ানোর আহবান

  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

 

মোঃ আসিফ ভূঞাপুর উপজেলা প্রতিনিধি

ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন এর প্রত্যন্ত বিলচাপড়া গ্রামের মৃত হযরত আলী তালুকদার এর ছেলে সাইদুল ইসলাম তালুকদার এর বড় ছেলে নাঈমুল দ ইসলাম(১৩) ও ছোট ছেলে নাহিদ হাসান(৭) এক জটিল ও বিরল রোগে আক্রান্ত হযে ধুঁকে ধুঁকে জীবন যাপন করছেন।

বৃহস্পতিবার(৩ এপ্রিল) সরেজমিনে বিল চাপড়া গ্রামে সাইদুল ইসলাম তালুকদার এর বাড়িতে গিয়ে জানা যায়, সাইদুল ইসলাম তালুকদার এর দুই ছেলের মধ্যে বড় ছেলে নাজমুল ইসলাম জন্মগ্রহণ করার পর প্রতিবেশী অন্যান্য ছেলে মেয়েদের মত ভাল ও সুস্থ ছিল, প্রাইমারী স্কুলে বই নিয়ে পড়তে যেত, তার বয়স যখন ৫ বছর তখন হঠাৎ করেই সে কঠিন ও বিরল রোগে আক্রান্ত হয়, এমনকি হাটাচলা বন্ধ করে দেয়। পরে বড় সন্তানের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলসহ অনেক গুরুত্বপূর্ণ হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে থাকেন, তার বড় ছেলের চিকিৎসা চলাকালীন সময়ে তার ছোট ছেলে নাহিদ হাসান জন্মগ্রহণ করেন। তার ছোট ছেলেও ৫ বছর পর্যন্ত ভাল ছিল। পরে তার ছোট ছেলেও একই বিরল রোগে আক্রান্ত হয়ে পড়ে। এমতাবস্থায় সাইদুল ইসলাম তালুকদার তার দুই ছেলের চিকিৎসা করতে গিয়ে তার সমন্ত স্বয়সম্বল জমিজমা বিক্রি করে তাদের চিকিৎসা করলেও এখন আর গার্মেন্সে চাকরী করে প্রিয় সন্তানদের চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না।

বিরল রোগে আক্রান্ত সন্তানের বাবা সাইদুল ইসলাম তালুকদার এর সাথে কথা বললে, তিনি কান্না বিজরিত কণ্ঠে বলেন, আমার সন্তান দুই সন্তানই কঠিন,জটিল বিরল রোগে আক্রান্ত হয়ে তারা কোন হাটা-চলা করতে পারেন না, প্রস্রাব-পায়খানাও তারা বিছানাতে করে। আমি আজ জমিজমা বিক্রি করে আজ সব শেষ করে ফেলেছি, আমি আর সন্তানের চিকিৎসা চালিয়ে যেতে পারছি না। তিনি অর্ন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, প্রবাসী ভাই-বোন সহ দেশ ও বিদেশের সকল মানুষের কাছে আর্থিকভাবে সহযোগিতা প্রার্থনা করেন। সাহায্য দিয়ে সহযোগিতা করুন (সাহায্য প্রার্থীর নিজ বিকাশ নাম্বার- 01924714743 (বিকাশ) ও 01935707904(নগদ)

বিল চাপড়া গ্রামে বসবাসরত মো: মফিজুর রহমান মঞ্জু, নাসির মোল্লা, হাছেন মন্ডল এর সাথে কথা বললে তারা বলেন, সত্যিকার অর্থে সাইদুল এর দুই সন্তানই বিরল রোগে আক্রান্ত, প্রতিবন্ধী হয়ে গেছে, তার সন্তানের চিকিৎসা করতে গিয়ে সাইদুল সব শেষ করছে, আমরা চাই দেশের সরকার ও বৃত্তবানরা এ অসহায় পরিবারটির পাশে দাড়াক, আর্থিকভাবে সহযোগিতা করুক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট