1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

হাইমচর চরাঞ্চলে ইশান বালায় সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ (ভাসমান) মেডিকেল মোবাইল ইউনিট স্যাটেলাইট ক্লিনিক উদ্বোধন।

  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

 

সাংবাদিক ফরিদ আহমেদ হাইমচর উপজেলা।

চাঁদপুর জেলায় হাইমচর উপজেলার চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভাসমান হাসপাতাল স্থাপন করা হয়।
বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ মোবাইল হাসপাতাল প্রকল্পের অধীনে বাংলাদেশে ৫ টি অস্থায়ী হাসপাতালে একটি চাঁদপুরের হাইমচরের এই ভাসমান হাসপাতাল।
আজ বুধবার দুপুর ১২ টায় হাইমচর নীলকমল চরে এই হাসপাতালের আনুষ উদ্বোধন হয়।

হাইমচর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান আরিফ। তিনি তার বক্তব্যে বলেন,
চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়নের লক্ষ্যে কিং আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে পরিচালিত হবে এই হাসপাতাল।৫ বছরের এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে সহযোগিতা, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চরাঞ্চলের সবাইকে আহ্বান জানান। এই প্রকল্পের অধীনে বাংলাদেশে ৫ টি হাসপাতালের একটি নিলকমল । এ প্রকল্প সুন্দরভাবে বাস্তবায়ন হলে আগামীতে আরো বেশি হাসপাতাল করতে অনুপ্রাণিত হবে বলে তিনি মনে করেন।

চাঁদপুরের জেলা প্রশাসক ও মেজিস্ট্রেট মোহসিন উদ্দিন বক্তব্যে বলেন, এই প্রকল্প বাস্তবায়নে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সহায়তা করেছেন বিশেষ করে আব্দুল আজিজ ফাউন্ডেশন, ফ্রেন্ডশিপ এবং ইসলামী ডেভেলপমেন্ট সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এই উদ্যোগ কে সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের সচিব সাইদুর রহমান বক্তব্যে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পূর্ণ সহায়তা থাকবে প্রকল্প বাস্তবায়নে। তিনি আরো বলেন, উক্ত ফাউন্ডেশন বিগত দিনে অনেক ভালো ভালো উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে আমরা এই উদ্যোগ কে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবো।
এবং এই প্রকল্প শেষে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হবে বলে সবাইকে অবহিত করেন।
হাইমচরের দুরাঞ্চলের স্বাস্থ্য সেবা উন্নত সেবার লক্ষ্যে চরাঞ্চলের গরিব অসহায় মানুষের মুখেহাসি এবং প্রত্যান্ত অঞ্চলের সুবিধাভোগী জনগণ অত্যান্ত আবেগ ও আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট