1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

সরিষাবাড়িতে পুলিশের প্রচেষ্টায় বাকপ্রতিবন্ধী ছেলেকে ফিরে পেল মা মালেহা

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

 

কবীর আহমেদ
জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ি থানা পুলিশের প্রচেষ্টায় ছাব্বির হোসেন (১৫) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ফিরে পেয়ে খুশি তার পরিবার।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে শিশুটিকে তার মা মালেহা বেগমের কাছে বুঝিয়ে দেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া।

ছাব্বির হোসেন চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও ছাব্বিরের পরিবার সুত্রে জানা গেছে, চলতি মাসের ১০ তারিখে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হন বাকপ্রতিবন্ধী ছাব্বির হোসেন। এরপর তার পরিবার আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজে না পেয়ে স্থানীয় থানায় বিষয়টি জানিয়ে রাখেন। এরপর গত ১৬ তারিখ সকালে উপজেলার পিংনা ইউনিয়নের বারইপটল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ঘুরে বেড়ানোর সময় বাকপ্রতিবন্ধী শিশুটিকে খুঁজে যায় ওই স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক। পরে তাকে থানায় নিয়ে যায় ওই শিক্ষক। পুলিশ শিশুটির পরিবারকে খুঁজে পেতে শিশুটির ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন থানার ওসি চাঁদ মিয়া। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ায় একদিনের মধ্যে থানায় এসে
শিশুটির খোঁজ পায় বৃদ্ধা মা মালেহা বেগম। এসময় হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়ে খুশিতে কান্না করেন শিশুটির মা।

শিশুটির মা মালেহা বেগম বলেন, এপ্রিল মাসের ১০ তারিখে তার ছেলে ছাব্বির বাড়ী থেকে হারিয়ে যায়। এরপর প্রতিবেশীদের কাছে জানতে পায় ছেলে সরিষাবাড়ী থানা পুলিশের কাছে রয়েছে। তারপর থানার ওসি সাহেবের সঙ্গে ফোনে কথা বলে নিশ্চিত হই। এরপর থানায় আসলে ছেলেকে বুঝিয়ে দেন পুলিশ।

তিনি আরো বলেন, বাকপ্রতিবন্ধী সন্তানসহ দুইটি সন্তান রেখে স্বামী তাকে রেখে নিরুদ্দেশ হন। এরপর সন্তান দুইটিকে নিয়ে বহুকষ্টে জীবনযাপন করছেন তারা। ছেলের খোঁজ পেয়েও গাড়ী ভাড়ার টাকা পয়সা না থাকায় থানায় আসতে পারছিলনা। থানার ওসি গাড়িভাড়া দেওয়ার আশ্বস্ত করলে পরে ছেলেকে নিতে বাড়ী থেকে রওনা দেন বলে জানান তিনি।

স্থানীয় শিক্ষক ইমদাদুল হক জানান, বারইপটল স্কুলের পাশ দিয়ে ঘুরতে ছিলো বাকপ্রতিবন্ধি শিশুটি। কথা না বলতে পারায় থানায় খবর দেই। পরে থানার ওসি শিশুটির ছবি ফেইজবুকে পোস্ট করলে পরিবারের লোকজন শিশুটির সন্ধান পান। শুক্রবার দুপুরে শিশুটির মার কাছে তুলে দেন থানার ওসি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, পিংনা ইউনিয়নের বারইপটল এলাকায় শিশুটিকে ঘুরতে দেখে থানায় ফোন দেন ইমদাদুল হক নামে এক স্থানীয় শিক্ষক। পরে শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে শিশুটির সন্ধান পান তার মা। আইনী প্রক্রিয়া শেষ করে শুক্রবার দুপুরে শিশুটিকে তার মা মালেহা বেগমের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট