মো: জিহাদ হোসেন
বিশেষ প্রতিনিধি চাঁদপুর।
হাজীগঞ্জ উপজেলায় ক্রমেই বেড়ে চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাজীগঞ্জ উপজেলায় এ রোগের সংখ্যা ৫০ ছেড়েছে।
রোববার (২৭ এপ্রিল) হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন কয়েকজন। তাদের মধ্যে একজন উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের ওসমান গনি। প্রথমে জ্বর, সর্দি নিয়ে হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে ডেঙ্গু রোগ ধরা পড়লে গেলো এক সপ্তাহ ধরে চিকিৎসা নেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখন কিছুটা সুস্থ আছেন তিনি।
তার মতোই উপজেলার টোরাগড়ের ফাতিন নূর, মকিমাবাদের কাউছার ও বাকিলার আশ্রাফ উদ্দিন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যঅনুযায়ী পহেলা এপ্রিল থেকে এখন পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু রোগের চিকিৎসা নেন ৪৯ জন। যাদের মধ্যে ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেন। বাকী তিনজন এখনও চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।
এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন আরো ৮ জন ডেঙ্গু রোগী। এ রোগে আক্রান্ত হওয়ায় বাড়ির পাশে পাত্র বা বিভিন্ন জায়গায় জমে থাকা বৃষ্টির পানি, ময়লা-আবর্জনা ও অসচেতনতাকে দায়ী করছেন চিকিৎসকরা।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, জেলার মধ্যে সব থেকে বেশি ডেঙ্গু রোগী ধরা পড়ছে হাজীগঞ্জে। ডেঙ্গু প্রতিরোধে সকলকে বাড়ির পাশে জমে থাকা পানি নিষ্কাশন ও ঘুমানোর সময় মশারি টানানো সহ সচেতন থাকার পরামর্শ দেন তিনি।