মোঃ আজমির হাসান,চট্রগ্রাম প্রতিনিধি
আজ সকাল অনুমানিক ১০ ঘটিটার সময় পটিয়া কক্সবাজার রোডে সৌদিয়া পরিবহনের এক মটরসাইকেল কে চাপা দেয় ঘটনা স্থলে মটরসাইকেল আহরি নিহত হয়।
আর কত মৃ’ত্যু আর এক্সিডেন্ট হলে চট্টগ্রাম কক্সবাজার রোড ৪ লাইন হবে, পটিয়া শান্তির হাট এলাকায় (মনসা হসপিটাল পাশে)
মোটর সাইকেল আর সৌদিয়া বাসের মর্মান্তিক দুর্ঘটনা।
বাইক আরোহী মৃ’ত্যু’র বরন করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পটিয়া মনসা হসপিটাল পাশে মোটর সাইকেল দুর্ঘটনায় মর্মান্তিক বাইক আরোহী মৃত্যুর হয়েছে। মোটরসাইকেল আরোহী ফকিরা মসজিদ বাজারের আজমীর ডেকোরেশনের মালিক ও দক্ষিণ হরিণখাইন নিবাসী মোহাম্মদ ইয়াছিন প্রকাশ।
এলাকাবাসী জানায় এখানে প্রায় এ ধরনের দূঘটনা হয় এক লাইনের রোড দিয়ে চলাচল করে এলাকাবাসীদের দাবি যেন ৪ লাইনের রোড করা হয়। আর চার লাইনের রোড না হলে এ রকম তাজা প্রান আরো যাবে কারন এ রকম ঘটনা সব সময় হয়ে থাকে।