মো: জিহাদ হোসেন
বিশেষ প্রতিনিধি চাঁদপুর।
চাঁদপুরে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার বিকালে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে চাঁদপুর এনসিপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া।
তিনি বলেন, আওয়ামিলীগ জুলাই আন্দোলনে দুই হাজার মানুষকে খুন করেছে। এ দেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। তাদের নিবন্ধন বাতিল করতে হবে।
তিনি চাঁদপুর জাগরণী সভায় বলেন, আগামী এক মাসের মধ্যে জেলা ও আটটি উপজেলাসহ ৯ টি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম মূখ্য সমন্বয়ক মাহাবুব আলম, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, শ্রমিক উইং এর সংগঠক শেখ রুবেলসহ আরো অনেকেই।