মো: জিহাদ হোসেন
বিশেষ প্রতিনিধি চাঁদপুর।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উদ্দমদী গ্রামের মোঃ সাগর মিজি (৫০) নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সে মতলব পৌরসভার ৫ নং ওয়ার্ডের দক্ষিণ উদ্দমদী গ্রামের মৃত ইদ্রিস মিজির ছেলে।
জানা গেছে, সাগর মিজি দীর্ঘ দিন যাবৎ দক্ষিণ উদ্দমদী গ্রামে বিভিন্ন ব্যক্তির জায়গা সম্পত্তি বিনষ্ট করে ড্রেজার দিয়ে বালির ব্যবসা করে আসছিল। এলাকাবাসী একাধিকবার নিষেধ করা সত্তেও অন্যের ক্ষতি করে অবৈধভাবে বালির ব্যবসা করায় অতিষ্ঠ হয়ে ভুক্তভোগীরা মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিতভাবে অভিযোগ করা হয়। সে অভিযোগের ভিত্তিতে ৭ মে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে মতলব দক্ষিণ থানা পুলিশ সাথে নিয়ে দক্ষিণ উদ্দমদী ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালানো হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সেখানে গিয়ে সত্যতা প্রমানিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মালিক সাগর মিজিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অপরদিকে অবৈধভাবে ড্রেজার ব্যবসা বন্ধ করার জন্য নির্দেশনা দেয়া হয়।