কৌকুরি ইউনিয়ন, রংপুর: গতকাল কৌকুরি ইউনিয়নের স্থানীয় জনগণ ও বিএনপি সমর্থকরা এক মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে, কৌকুরি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বাবলু মিয়া ও সাধারণ সম্পাদক মো. মনসুর আলী তাদের লোকজন নিয়ে মো. জিল্লুর রহমানের সহযোগিতায় বিএনপি নেতা মো. সাইদুল ইসলামকে হত্যার চেষ্টা করেছেন।
বক্তারা জানান, মো. সাইদুল ইসলাম আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার অবস্থান ঘোষণা করার পর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সর্বশেষ, গত শুক্রবার তাকে পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করা হয়। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা আরও বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারবে না।