মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাম্মনগাতী গ্রামের গ্রাম পুলিশ শ্রী স্বপন কুমারের মেধাবী সন্তান শ্রী সুব্রত কুমারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শহর শাখা।
গত ০৮ মে বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহর শাখার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এসএম শামীম রেজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সুব্রতের নিজ বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেন।
সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সুব্রত কুমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের “খ” ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৬৫ তম স্থান অর্জন করে। তবে পারিবারিক অস্বচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়ে। এই খবর পেয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ শহর শাখা তার পাশে গিয়ে দাঁড়িয়েছে।
ছাত্র শিবিরের এমন সহযোগিতা পেয়ে সুব্রত কুমার ও তার পরিবার কৃতজ্ঞতা স্বীকার করেন।
শিবির সভাপতি জনাব এসএম শামীম রেজা বলেন ছাত্রদের যেকোন সময় যেকোন সমস্যা সমাধানের জন্য ছাত্র শিবির কাজ করে। তিনি আরও বলেন সুব্রত কুমারের শিক্ষা জীবন শেষ করা পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করবো ইনশা আল্লাহ।
এ সময় আরও অনেকেই উপস্থিত ছিলেন।