মো: জিহাদ হোসেন
বিশেষ প্রতিনিধি চাঁদপুর।
চাঁদপুরের কচুয়ায় বিষধর সাপের দংশনে নাজমা বেগম (৩৫) নামের চার সন্তানের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ৯ মে উপজেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের নূরানী মাদ্রাসা বাড়িতে এ ঘটনা ঘটে।
নাজমা বেগম ওই বাড়ির হাফেজ মো. গিয়াস উদ্দিনের স্ত্রী। নিহতের প্রতিবেশী জাহানারা বেগম জানান, নাজমা বাড়ির পাশে মুরগি খুঁজতে গিয়ে বিষাক্ত সাপে তার পায়ের মধ্যে কামড় দিলে তিনি ডাক-চিৎকার শুরু করেন। পরে তার পা বেঁধে দ্রুত পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নিহতের স্বামী হাফেজ গিয়াস উদ্দিন বলেন, আমি এ সময় মসজিদে নামাজ পড়তে যাই।
নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে ডাক চিৎকার শুনে তাড়াতাড়ি বাসায় দিকে এসে দেখি আমার স্ত্রীকে বিষাক্ত সাপে ছোবল দেয়। তার পা থেকে রক্ত বের হচ্ছে । তাকে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সেখানে নেওয়ার আগেই আমার স্ত্রী মারা যায়।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জাহিদ হোসাইন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন নেই। তাই সাপা কাটা রোগীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসাপতালে রেফার্ড করা হয়।