জেলা প্রতিনিধি মোঃ আঃ ওয়াদুদ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার দিন দুপুরে পুকুর খননের কথা বলে ইটভাটায় মাটি বিক্রয়ের অভিযোগ উঠেছে, এই অভিযোগ এলাকায় ভূমিদস্যুখ্যাত আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে।
সর জমিনে এগিয়ে জানা যায়, পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কুদ্দুস বেশ কিছুদিন আগে পুকুর খনন করার কথা বলে।
উত্তোলিতো সেই মাটি টাকার বিনিময়ে স্থানীয় একটি ভাটায় সেই মাটি সরবরাহ করে আসছিলেন। এতে করে ১ কিলোমিটার রাস্তার ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।
এমতে অবস্থায় এলাকাবাসীর রাস্তা রক্ষার দাবি তোলে ভাটায় মাটি সরবরাহ প্রতিবাদ জানাই, এবং একপর্যায়ে মাটি উত্তোলন বন্ধ হয়ে যায়।
সকালে সেই স্বার্থ মহলটি আবারো এক্সেবেটার দিয়ে মাটি খনন করে, সেই মাটি দুবলাগাড়ি জুনদহ এলাকায় অবস্থিত ইটভাটা এবং সেই মাটি
সাইদারের ইটভাটায় সরবরাহ করে।
এ মত অবস্থায় রাস্তার ক্ষয়ক্ষতি করে ইট ভাটায় মাটি সরবরাহ বন্ধের দাবি জানিয়েছে। এলাকাবাসীর আকুল আবেদন উদ্বোতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।