1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড মতলবে হাজার একর ফসলি জমি হুমকির মুখে দুঃশ্চিন্তায় এলাকাবাসী পলাশবাড়ীতে প্রাচীর দেয়াল চাঁপা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু চাঁদপুরে অবৈধ বাহন ট্রাক্টরের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীন সড়ক লালমনিরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যান সভা অনুষ্ঠিত। পুলিশের মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতার জন্যে চাঁদপুরে মডেল হিসেবে শুরু হয়েছে অনলাইন জিডি ফরিদগঞ্জে স্বামী ও সতিনের ছোড়া গরম পানিতে ঝলসে গেছে গৃহবধূর শরীর পলাশবাড়ীতে জামাতের শোকরানা মিছিল অনুষ্ঠিত। আজ কর্ণফুলীতে বিশ্ব নার্স দিবস পালিত শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় — ২০২৫ হাটহাজারী উন্নয়ন বাস্তবায়ন ফোরাম’-এর ১২ দফা দাবিতে বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্মারকলিপি প্রদান লালমোহনে দীর্ঘ ১৭ বছর আওয়ামী সন্ত্রাসীদের অত্যাচার শিকার বিএনপি নেতা মোস্তফা মাতাববর

জুলাই বিপ্লবে আহত মনিরের দু’টি কিডনি বিকল।

  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

 

মোঃ মেহেদী হাসান সরকার,
বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি।

 

তরুণ সমাজসেবক – মানুষের কল্যাণে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসেন সবসময়, এলাকার কেউ অসুস্থ হলে সবার আগে ছুটে যেতেন জুলাই আন্দোলনের আহত ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন মনির। বর্তমান তিনি খুব অসুস্থ, দু’টি কিডনি “ফেইলর” বিকল হয়ে পড়েছে। ফলে উদিয়মান স্বপ্ন এখন হাসপাতালের বেডে স্তব্ধ হয়ে পড়েছে।

জুলাই আন্দোলনের পুরোটা জুড়ে ছিলেন সরব। গত ৫ই আগষ্ট বনপাড়া বাজারে জুলাই আন্দোলনের মিছিল করার সময় তাদের ওপর হামলা চালায় পতিত সরকারের এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ তার অনুসারীরা। এতে অন্যদের সাথে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন মনির। তাৎক্ষনিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসা শেষে ফিরে আসেন এলাকায়।

ফিরে এলেও তার ডান পায়ে আঘাতের যন্ত্রণা বহমান থাকে। চিকিৎসা চললেও ভালো হয়নি সেটা।

গিয়াস উদ্দিন মনির নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড মালিপাড়া এলাকার মাওলানা সিরাজুল ইসলামের ছেলে। বনপাড়া পৌরসভার সদ্য সাবেক জনপ্রিয় কাউন্সিলর ছিলেন তিনি।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল মনির হঠাৎ অসুস্থতা বোধ করলে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে জরুরী ভিত্তিতে ২৯ এপ্রিল এয়ার এম্বুলেন্স করে ঢাকা ইবনে সিনা হাসপাতাল কল্যানপুর শাখায় স্থানান্তর করা হয়। সেখানেই তিনি কিডনি রোগ বিশেষজ্ঞ ডাঃ সাইফ বিন মিজানের তত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন।

চিকিৎসক সূত্রে জানা যায়, মনিরের ডান পায়ে আঘাত জনিত কারণে দীর্ঘদিন থেকে ব্যথা এবং পরবর্তীতে “সেলুলাইটিস” হয়ে যায়। যার ফলে কিডনি আক্রান্ত হয় এবং কিডনি “ফেইলর” হয়ে যায়। তার উন্নত চিকিৎসার জন্য কিডনি, রক্ত, সার্জারি ও হৃদরোগ বিশেষজ্ঞদের বোর্ড গঠন করেন চিকিৎসকবৃন্দ। বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক কিডনির উন্নত চিকিৎসার জন্য গত রোববার “বায়োপসি” পরীক্ষা করা হয়। “বায়োপসি” রিপোর্ট পেলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মনির বলেন, আল্লাহ আমাকে সুস্থ করেন, তবে আমি সুস্থ হয়ে আবার মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। তাই তিনি দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

মনিরের বড় ভাই সাবেক বড়াইগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বড়াইগ্রাম-গুরুদাসপুর নাটোর -৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম বলেন , জুলাই বিপ্লব ও পরবর্তী সময় এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে মনির অনেক ব্যস্ত হয়ে পড়ে। ফলে তার অসুস্থতার বিষয়ে নিজে এবং আমরা নজর দেওয়ার সুযোগ পাইনি। সকলের নিকট দোয়া চাই আমার ছোট ভাই মনির যেন দ্রুত সুস্থ্য হয়ে ফিরে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট