মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
আজ ১৬ মে শুক্রবার,
আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা:-০১ আসনে (কালিয়াকৈর উপজেলা ) নির্বাচনের জন্য দলীয় মনোনয়নের ঘোষণা পেলেন জনাব শাহ্ আলম বকসি।
আজ বাদ জুমা একটি স্থানীয় কনভেনশন হলে এই ঘোষণা দেন দলের নির্বাহী পরিষদের সদস্য জনাব অধ্যাপক ড. ইজ্জত আলী সাহেব। এ সময় গাজীপুর জেলার আমিরসহ গাজীপুর জেলার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনাব শাহ্ আলম বকসি দীর্ঘদিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন । এবং ময়মনসিংহ ও জামালপুরের সাবেক ডিসি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। কর্ম জীবনে তিনি সাফল্যের সাথে এবং ন্যায় নীতি আদর্শের সাথে দায়িত্ব পালন করেছেন। সেই সাথে জীবনের অধিকাংশ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের দায়িত্ব পালন করে আসছেন।
এ সময় স্থানীয় নেতাকর্মী তাকে স্বাগত জানান এবং অত্যান্ত আনন্দের সাথে তাকে বরণ করে নেন।