মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
আজ ১৬ মে শুক্রবার মানবতার মঞ্চে যে আলোর দিশারী হয়ে আছেন একজন নিভৃতচারী আলেম
সমাজে যখন মানুষ নিজেদের পরিচিতির জন্য ভাইরাল হওয়ার জন্য কিংবা জনপ্রিয়তার মোহে মানবসেবার অভিনয় করে তখন কিছু মানুষ নিঃশব্দে, নির্বিচারে প্রকৃত মানবতার প্রদীপ জ্বালিয়ে যাচ্ছেন অবিরাম। তেমনই এক আলো ছড়ানো মানবতার ফেরিওয়ালার নাম হলো তরুণ আলেম ও দাঈ “সুলতান নাঈম বিন মুসলিম ” যিনি অনলাইনে ও অফলাইনে পরিচিত উস্তাদ সুলতান নাঈম নামে।
একজন আলেম, মাদ্রাসা শিক্ষক, ইমাম ও খতিব, কবি, প্রাবন্ধিক ও সুরকার হিসেবে যার পরিচয় বিস্তৃত হলেও তার প্রকৃত পরিচয় মানুষের হৃদয়ে গেঁথে গেছে তার নিঃস্বার্থ মানবসেবা ও দীন-সচেতন সামাজিক কাজের মাধ্যমে। তার জীবনের একটাই লক্ষ্য –দুনিয়ার বুকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং দীনের আলোতে পথহারা মানুষকে পথ দেখানো।
মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে আলোকবর্তিকার পথ প্রদর্শক
বিশ্ব যখন ক্রমাগত বিষণ্নতা ও আত্মহত্যার মতো মানসিক ব্যাধির থাবায় জর্জরিত, তখন ২০২০ সালের করোনা মহামারির সময় থেকে উস্তাদ সুলতান নাঈম অনলাইনে মানসিক বিপর্যস্ত, হতাশ ও আত্মহত্যার প্রবণ মানুষদের নিয়ে কাজ শুরু করেন।
তার কাজ ছিল সহজ। শোনার জন্য কান এবং বলার জন্য সহানুভূতির একটি হৃদয়।
তিনি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে একান্তভাবে কথা বলে, মোটিভেশনাল অডিও, ভিডিও, পোস্ট ও ব্যক্তিগত কাউন্সিলিংয়ের মাধ্যমে হতাশাগ্রস্ত মানুষদের জীবনে ফিরিয়ে আনেন আশার আলো।
আজ পর্যন্ত তার মাধ্যমে শতাধিক মানুষ আত্মহত্যার চিন্তা থেকে ফিরে এসেছে, কেউ আবার পেশা ও জীবনের নতুন লক্ষ্য খুঁজে পেয়েছে তার নিজের কথায়।
মানুষ যখন বাঁচতে চায় না তখন তাকে শুধু বেঁচে থাকার কারণটা