কবীর আহমেদ
জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অটোরিকশা উল্টে সেলিম জাভেদ (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) সন্ধায় উপজেলার মুলবাড়ী জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম জাভেদ উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ররুদ্রবয়ড়া পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা।তিনি যমুনা সারকারখানার দৈনিক ভিক্তিক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী অটোরিকশাটি দিয়ে সেলিম জাভেদ আরামনগর বাজার থেকে ২১ শে মোড় যাওয়ার উদ্দেশ্য রওনা দেন। দ্রুতগতিতে চলার সময় পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে অটো’র ব্যাটারী সেলিম জাভেদ এর বুকের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেবাশীষ রাজবংশী তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দিলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।