জেলা প্রতিনিধি মোঃ আঃ ওয়াদুদ
গাইবান্ধা পলাশবাড়ীতে পৌরসভা উন্নয়নের নামে অপরিকল্পিত অব্যবস্থাপনার মাধ্যমে নির্মিত ড্রেনেজ ব্যবস্থার কারণে, একটু বৃষ্টিতে পৌরসভার বিভিন্ন এলাকায়
জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
ফলে বাসা বাড়ি দোকানপাটে পানি ঢুকে জনদুর্ভোগ সৃষ্টি করছে। আজ ১৯ মে সোমবার স্বরযমিনে ঘুরে দেখা যায় গাইবান্ধা রোড, উপজেলা রোড বেলেরঘাট রোড, কালীবাড়ি রোড ও ঘোড়ারঘাট রোড।
অপরিকল্পিতভাবে ট্রেনেজ
দিয়ে পানি পরবাহিত না হয়ায় আশেপাশের শত শত বাসা বাড়ি, দোকান পাট পানিবন্দী হয়ে পড়ছে।
আকস্মিকভাবে ঘরের ভিতরে পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে, অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পৌর শহরের কেন্দ্রস্থল পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
তাই এলাকাবাসীর আকুল আবেদন প্রশাসনের কাছে আমাদের এই দুর্ভোগ থেকে কবে মুক্তি পাবো এবং প্রশাসনের হস্তক্ষে কামনা করছে।