মো: জামাল উদ্দিন দীঘিনালা প্রতিনিধি
সমাজে অন্যায় অনিয়ম মাদকে না বলে সুন্দর সমাজের গঠনে প্রত্যায় ব্যক্ত করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বোয়ালখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের পশ্চিম কাঁঠালতলী সমাজ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার(১৯মে) সন্ধ্যায় বোয়ালখালী উলুফুল সমবায় সমিতির কার্যালয়ে বোয়ালখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের পশ্চিম কাঁঠালতলী সমাজে আয়োজনে সমাজের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্বে করেন মো: আব্দুর রশিদ। এতে বক্তব্য রাখেন মো: ছগীর ফরাজী, মো: ওসমান গনি প্রমূখ।
আলোচনা সভায় শেষ গনতান্ত্রিক প্রক্রিয়ায় উপস্থিত সবার সম্মতিক্রমে মো: ছগীর ফরাজীকে সভাপতি, মো: সাহাবউদ্দিনকে সিনিয়র সহসভাপতি, মো: ওসমান গনিকে সাধারণ সম্পাদক, মো: রফিকুল ইসলাম তলকে যুগ্ম সম্পাদক, মো: খলিলুর রহমান খোরশেদকে সাংগঠনিক সম্পাদক ও মো সোহেলকে সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়।