চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর ইউনিয়নের যমুনা নদীর তীরঘেঁষা বেরিবাদে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন শত শত ভ্রমণপ্রেমী। কেউ পরিবারসহ অবকাশ যাপনে, কেউবা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ছুটে আসছেন এখানে। নদীর শান্ত জলরাশি, খোলা প্রান্তর ও নয়নাভিরাম প্রকৃতি মিলে স্থানটি এখন পরিচিতি পাচ্ছে ‘মিনি কক্সবাজার’ নামে।
বিশাল যমুনার কোলঘেঁষে অবস্থিত এনায়েতপুর বেরিবাদে দাঁড়িয়ে দিগন্তজোড়া নদী দেখা যায়। ব্লকের ওপর বসে অনেকেই হারিয়ে যান স্মৃতির ভুবনে। ছোট-বড় সবাই উপভোগ করছেন যমুনার শীতল হাওয়া আর শান্ত পরিবেশ।
এখানে রয়েছে বনভোজনের জন্য উপযোগী গ্রামীণ পরিবেশ। পাশে রয়েছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, এবং খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, যা জায়গাটিকে ঘিরে গড়ে তুলেছে একটি শিক্ষিত ও সুশৃঙ্খল পরিবেশ।
ধর্মীয় উৎসব বা বিশেষ দিনগুলোতে মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষ এখানে এসে অনুষ্ঠান উদযাপন করেন। নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে নৌকা ভ্রমণেরও সুযোগ। আশপাশে রয়েছে খ্যাতনামা কয়েকটি খাবারের হোটেল, বিশেষ করে স্থানীয়দের মুখে মুখে ফেরে ‘রাজা বাবু ও গোলামের হোটেল’-এর নাম।
স্থানীয় ভ্রমণপিপাসুরা বলেন, “সরকারি বা বেসরকারি পর্যায়ে সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ করা হলে এনায়েতপুর বেরিবাদ খুব সহজেই একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।”
তাঁরা আরও জানান, প্রাকৃতিক সৌন্দর্যের এমন সম্ভার একদিকে যেমন এলাকাবাসীর অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে, অন্যদিকে দেশের পর্যটন খাতেও যুক্ত হবে একটি সম্ভাবনাময় গন্তব্য।