1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড লালমনিরহাট পুলিশের বিশেষ অভিযানে মোট ১১ জন গ্রেফতার। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলায় প্রতিবাদে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। সিরাজগঞ্জের এনায়েতপুর হাটে আখের রসের মেশিন বসিয়ে যানজট: ভোগান্তিতে সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবীণ নেতা চার বারের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের নিজ এলাকায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত কক্সবাজারে সালাহ উদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ ভোলার জনগণের প্রত্যাশা ভোলা টু বরিশাল সেতু ও মেডিকেল কলেজ লালমোহনে চার ব্যবসায়ীকে জরিমান আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ মশিউর আলম সেন্টু: দক্ষিণবঙ্গের অমর এক ছাত্রনেতার ১৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দুদকের তদন্তের থাবায় ফিরবে সস্থি সতর্কে কর্মকর্তা ও কর্মচারীগন। লামায় পারিবারিক কলহের জেরে ১ যুবক খুন আটক ৪

কর্ণফুলীতে শত শত নারী-পুরুষের ভোগান্তি নতুন ভোটার আবেদন জমা দিতে উপজেলা নির্বাচন অফিসে দীর্ঘ লাইন, প্রচণ্ড

  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

 

কর্ণফুলী প্রতিনিধি
মোঃ আজমির হাসান

কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিসে নতুন ভোটার আবেদন ও তথ্য সংশোধনের জন্য জমা দিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নারী-পুরুষসহ সকল বয়সী আবেদনকারীরা। সকাল থেকেই আবেদনকারীদের দীর্ঘ লাইন, যা দুপুরের পর পরিণত হচ্ছে কয়েকশ মিটার দীর্ঘ জনস্রোতে। প্রচণ্ড গরম ও তীব্র রোদে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।

চোখে পড়েছে, লাইনে দাঁড়ানো অধিকাংশেরই মুখে ক্লান্তি ও বিরক্তি। বিশেষ করে নারীরা, বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিরা পড়ছেন চরম দুর্ভোগে। ছায়া, পানির ব্যবস্থা বা প্রাথমিক চিকিৎসার কোনো সুবিধা না থাকায় অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৫-৭ জন।

স্থানীয় এক যুবক জসিম উদ্দিন বলেন, “সকাল ৭টা থেকে দাঁড়িয়ে আছি। এখন বাজে দুপুর ২টা। ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই, শুধু ধৈর্য ধরতে বলছে।”

একইভাবে ভুক্তভোগী গার্মেন্টকর্মী রাবেয়া আক্তার বলেন, “ছুটি নিয়ে এসেছি অফিস থেকে। কিন্তু এই ভীড় দেখে মনে হচ্ছে আজও কাজ হবে না। প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা ঘুরছে।”

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৭০০ লোক নতুন ভোটার হওয়ার আবেদন, জন্মতারিখ বা ঠিকানা সংশোধন ও স্মার্টকার্ড সংগ্রহের জন্য অফিসে ভিড় করছেন। কিন্তু জনবল সংকট, ডিজিটাল ডিভাইসের অপ্রতুলতা এবং অব্যবস্থাপনার কারণে দ্রুত সেবা প্রদান সম্ভব হচ্ছে না।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, “ভিড় বেশি হওয়ায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। তবে আমরা চেষ্টা করছি সেবা দ্রুত দিতে। জনবল বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

সচেতন নাগরিকদের মত, অবিলম্বে আবেদনকারীদের জন্য ছায়াযুক্ত বসার জায়গা, বিশুদ্ধ পানি সরবরাহ, টোকেন ব্যবস্থা এবং অতিরিক্ত সেবাকর্মী নিয়োগ জরুরি। তা না হলে আগামিদিনগুলোতে এই দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নিতে পারে।
উপজেলা নির্বাচন অফিসের সামনে নতুন ভোটারদের দীর্ঘ লাইন। প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন শত শত নারী-পুরুষ। (ছবি: প্রতিনিধির তোলা)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট