কোটালীপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি: ইমন খলিফা
গোপালগঞ্জ সদরে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কায় দুই বাসের মাঝখানে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সাতপাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী ‘নয়ন পরিবহন’ নামক একটি বাস সাতপাড় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় টেকেরহাটগামী একটি লোকাল বাস পেছন থেকে ধাক্কা দিলে নয়ন পরিবহন ও লোকাল বাসের মাঝখানে থাকা এক মোটরসাইকেল চালক চাপা পড়েন এবং ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক বাসটিকে আটক করে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।