ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ জোবায়ের রহমান,,
বাংলাদেশ স্কাউট ভাঙ্গা উপজেলা নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউট ভাঙ্গা উপজেলা নির্বাহী কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।
অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন, এম এম শাহীদুর রহমান বাবু,,, এলটি ও বাংলাদেশ স্কাউট ভাঙ্গা উপজেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব হায়দার হোসেন প্রধান শিক্ষক ভাংগা মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও বাংলাদেশ স্কাউট ফরিদপুর জেলা ও স্কাউট নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক । আনোয়ার হোসেন এ,এলটি, সহকারী পরিচালক, বাংলাদেশ স্কাউটস, ফরিদপুর জোন। ইলিয়াস আহমেদ, এএলটি, ফরিদপুর জেলা স্কাউটস কর্তৃক ভাংগা উপজেলা স্কাউটস এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
এছাড়াও বাংলাদেশ স্কাউট ভাঙ্গা উপজেলা নির্বাহী কমিটির বাচ্চু মাতুব্বর সহ-সভাপতি
প্রধান শিক্ষক, পুলিয়া উচ্চ বিদ্যালয়। শহীদুল আলম সহ-সভাপতি, দিলীপ কুমার মজুমদার সহ-সভাপতি, মনিরুজ্জামান মোস্তফা কমিশনার,
সঞ্জয় কুমার দে কোষাধ্যক্ষ, দৈনিক ইত্তেফাক পত্রিকার
সাংবাদিক রমজান শিকদার
সহকারি কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং এবং মিডিয়া এন্ড পাবলিকেশন), মোঃ ইব্রাহিম
সহকারি কমিশনার (উন্নয়ন, প্রকল্প, ভূসম্পত্তি)
অধ্যক্ষ, তারাইল এ.এস আলিম মাদ্রাসা।
সর্দার মোঃ ইকরাম আলী
সহকারি কমিশনার (সংগঠন, স্ট্রাটেজিক প্ল্যানিং ও গ্রোথ এবং বিধি)
প্রধান শিক্ষক, দেওড়া উচ্চ বিদ্যালয়।
প্রহলাদ বিশ্বাস, সহকারী কমিশনার।
আব্দুর রহমান,
সহকারি কমিশনার (গার্ল ইন স্কাউটিং ও এক্সটেনশন স্কাউটিং)।
ফরহাদ হোসেন
যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউট ভাঙ্গা উপজেলা নির্বাহী কমিটি।
আব্দুস সালাম মিয়া, এ. এল. টি
প্রমুখ। আরো অনেক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,,,উক্ত অনুষ্ঠানে প্রথমেই সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে সভাপতি মহোদয় বাংলাদেশ স্কাউট ভাঙ্গা উপজেলা নির্বাহী কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। উক্ত সভায় স্কাউট কার্যক্রম আরো বেগবান করতে ও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেশি বেশি অংশ গ্ৰহন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।