মো: জিহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি চাঁদপুর।
হেফাজতে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ৪ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৩মে শুক্রবার বাদ জুমা শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে শপথ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবুল কালাম আযাদ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান, বিশিষ্ট হেফাজত নেতা মুফতি সাখাওয়াত হোসেন, মাওলানা আল আমিন, মুফতি নূরে আলম, আবু বকর খান , মাও উবায়েদুল্লাহ, মাও শরীফ, প্রমুখ।
সমাবেশ থেকে চারটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়: ১. নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে। ২. শাপলা ও জুলাইসহ সকল গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে। ৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বক্তারা বলেন, “এ দেশের ঈমানদার মুসলমানরা কুরআনবিরোধী কোনো আইন বা কমিশন মেনে নেবে না। ইসলামের পক্ষে অবস্থান নেওয়া সরকারের দায়িত্ব, অন্যথায় তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।” সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবিগুলো মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে এক আবেগঘন দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম।