1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড লালমনিরহাট পুলিশের বিশেষ অভিযানে মোট ১১ জন গ্রেফতার। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলায় প্রতিবাদে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। সিরাজগঞ্জের এনায়েতপুর হাটে আখের রসের মেশিন বসিয়ে যানজট: ভোগান্তিতে সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবীণ নেতা চার বারের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের নিজ এলাকায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত কক্সবাজারে সালাহ উদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ ভোলার জনগণের প্রত্যাশা ভোলা টু বরিশাল সেতু ও মেডিকেল কলেজ লালমোহনে চার ব্যবসায়ীকে জরিমান আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ মশিউর আলম সেন্টু: দক্ষিণবঙ্গের অমর এক ছাত্রনেতার ১৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দুদকের তদন্তের থাবায় ফিরবে সস্থি সতর্কে কর্মকর্তা ও কর্মচারীগন। লামায় পারিবারিক কলহের জেরে ১ যুবক খুন আটক ৪

সিরাজগঞ্জের চৌহালীতে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

 

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় আজ রোববার সকালে “ভূমি মেলা ২০২৫” উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।

মেলার মূল উদ্দেশ্য ছিল ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও ডিজিটাল সেবার প্রচলন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। তারা ভূমি সেবা সংক্রান্ত নানা বার্তা সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলার আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে নামজারি, খতিয়ান যাচাই, মৌজা মানচিত্র ও কর প্রদানসহ বিভিন্ন ভূমি সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে, যা সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে এনেছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাআলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্ত্রি, তথ্য প্রকল্পের তামান্না হক, ক্ষেত্র সহকারী শফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।

মেলায় ভূমি অফিসের পক্ষ থেকে একটি স্টল স্থাপন করা হয়, যেখানে দর্শনার্থীরা সরাসরি সেবা ও তথ্য সংগ্রহের সুযোগ পান। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রদর্শনীও আয়োজন করা হয়।

পুরো অনুষ্ঠান জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সাধারণ মানুষ এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মেলার আয়োজনের আশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট