মোহাম্মদ উল্লাহ সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ পৌরশহরে হাইস্কুল গেট সংলগ্নে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৮ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ ২৪ মে ২০২৫ইং রোজ: শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটি তার মায়ের হাত থেকে অগোচরে রাস্তায় চলে গেলে একটি দ্রুতগতির ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থল থেকে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
নিহত শিশুর বাবা সেনবাগ থানায় কর্মরত। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এবং ট্রাকটি জব্দ করে সেনবাগ থানা পুলিশ।