1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দুদকের তদন্তের থাবায় ফিরবে সস্থি সতর্কে কর্মকর্তা ও কর্মচারীগন। লামায় পারিবারিক কলহের জেরে ১ যুবক খুন আটক ৪ হাতিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা লালমনিরহাটে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চোরাই আটো ও ইজিবাইক সহ ০১ জন গ্রেফতার মধ্যনগরে উপজেলা বিএনপি’র ৩১ দফা কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত। লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে মতলব উত্তরে উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে নবনির্বাচিত গভর্নিং বডির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন সিরাজগঞ্জের চৌহালীতে শিশু সুরক্ষা কার্যক্রম জোরদারে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত আমাদেরকে ত্রিমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে নির্বাচন আদায় করতে হবে -সরদার সাখাওয়াত হোসেন বকুল বাঘাইছড়িতে বিএনপির মৌন মিছিল অনুষ্ঠিত

বাঘাইছড়িতে তিন দিনব্যাপী ভূমি মেলা সমাপ্ত: অনলাইন ভূমি সেবা বিষয়ে সচেতনতা বাড়াতে নানা আয়োজন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

 

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি (রাঙ্গামাটি)

 

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আজ মঙ্গলবার (২৭ মে) শেষ হলো তিন দিনব্যাপী “ভূমি মেলা – ২০২৫”। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ মেলাকে কেন্দ্র করে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
মেলার উদ্বোধন হয় ২৫ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তারের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “এক সময় প্রচলিত ছিল, জমির দখল যার, মালিকানা তার। কিন্তু সময় বদলেছে, আইনও বদলেছে। এখন দলিল যার, জমির মালিকানা তার।” তিনি আরও জানান, নিয়মিত ভূমি কর পরিশোধের মাধ্যমে জমির মালিকানা সুরক্ষিত রাখা যায় এবং সরকারি নানা সেবা পাওয়া সহজ হয়।
মেলার দ্বিতীয় দিন (২৬ মে) উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ভূমি সংক্রান্ত নানা বিষয়ে তাদের জ্ঞান প্রদর্শন করে।
আজ মেলার শেষ দিনে সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস থেকে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে হেডম্যান, কার্বারী, সাধারণ মানুষ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মেহেদি হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব বিশ্বজিৎ চাকমা, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জনাব সরদার মোঃ জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াসমি আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভূমি অফিসেরর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মোঃ তাজুল ইসলাম নাজিম।
আলোচনা সভায় বক্তারা, “বাংলাদেশে অনলাইন ভূমি সেবা এখনো নতুন বিষয়। অনেক মানুষই এ সম্পর্কে অবগত নন। তাই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে অবহিত করা হবে।” বক্তারা বলেন, “মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে কিছু দালাল শ্রেণি নানা ফায়দা লুটছে। ভূমি সেবা ডিজিটাল হলে সেই অনিয়ম বন্ধ হবে।”
সমাপনী অনুষ্ঠানে বক্তারা আরও জানান, “সরকার ভূমি জরিপ থেকে শুরু করে শতভাগ ডিজিটাল সেবা নিশ্চিত করতে কাজ করছে। ভূমি মেলার মতো জনসচেতনতামূলক উদ্যোগ সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত পরিষ্কার ধারণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট