কোটালীপাড়া, গোপালগঞ্জ প্রতিনিধি: ইমন খলিফা
গোপালগঞ্জে ভেনচুরিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এদের মধ্যে ৫৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ভেন্নাবাড়ি গ্রামের লিটন মেম্বারের এক সমর্থক একই গ্রামের রেফায়েত ডাক্তারের সমর্থক ইব্রাহিম সেখের একটি ভ্যান চুরি করে নিয়ে যায়। এক পর্যায়ে ইব্রাহিম সেখ পার্শ্ববর্তী জেলার এক গুনিনের (কবিরাজ) কাছে কে চুরি করেছে তা জানার জন্য যায়। সেখানে ওই গুনিন লিটন মেম্বারের এক সমর্থকের নাম বলে। যার নাম বলেছে সে ভ্যান চুরির সাথে জড়িত নয় এবং তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এ ব্যবস্থা করা হয়েছে বলে অভিমত প্রকাশ করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল।
আজ রোববার (২৯ জুন) সকালে বিষয়টি নিয়ে লিটন মেম্বারের বাড়িতে সালিশ-বৈঠক বসে। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো পক্ষই এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।