চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
ভাঙনপ্রবণ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিশু কল্যাণ বোর্ডের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান।
ইউনিসেফের সহায়তায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, সমাজসেবা কর্মকর্তা ও সদস্য সচিব মো: মামুনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী, পরিসংখ্যান অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: সোহেল রানা, খাষকাউলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, ইউপি সচিব হাফিজুর রহমান এবং শিশু সুরক্ষা সমাজকর্মী গোলাম রব্বানীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শিশু সুরক্ষা কমিটি গঠন, শিশু অধিকার নিশ্চিতকরণ, ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুদের শনাক্তকরণ ও সহায়তা প্রদানের বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করে শিশুদের নিরাপদ, সহিংসতামুক্ত এবং বিকাশবান্ধব পরিবেশ গড়ে তুলতে একযোগে কাজ করা হবে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের বাস্তবায়নের মধ্য দিয়ে উপজেলার শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।