1. dailyjagratasangbad@gmail.com : দৈনিক জাগ্রত সংবাদ : দৈনিক জাগ্রত সংবাদ
  2. info@www.dailyjagratasangbad.com : দৈনিক জাগ্রত সংবাদ :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ড সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ নামধারী সাংবাদিকদের বিরুদ্ধে নরসিংদীতে দুই ভাইকে হত্যা মামলার আসামী দিদার গ্রেফতার লালমনিরহাট জেলায় নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৭ জন। ফরিদপুরের ভাঙ্গায় মটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত । শতকোটি টাকার জমি রক্ষায় জেলা প্রশাসকের দৃঢ় পদক্ষেপ। লালমনিরহাটে ২০৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০৩ গ্রাম হেরোইন’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। ঝুঁকিপূর্ণ বাঘাইছড়ি–দীঘিনালা সড়ক: সংস্কার ও সম্প্রসারণ এখন সময়ের দাবি গাজীপুরে শাহ আলম বকসি’র নির্বাচনী গণসংযোগ এবং পথসভা ফুটবলখেলা- ই যখন মরনফাদ, একাধিক রক্তাক্ত জখম। মনোহরদীতে এস.আই শাহিনূর এর চৌকুস নেতৃত্বে ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

মতলব উত্তরে উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে নবনির্বাচিত গভর্নিং বডির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

মোঃ জিহাদ হোসেন
বিশেষ প্রতিনিধি চাঁদপুর।

চাঁদপুর জেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ আবারও প্রমাণ করল যে, শিক্ষা ও নেতৃত্বের সমন্বয়ে প্রতিষ্ঠানটি নিরবচ্ছিন্ন অগ্রযাত্রায় দৃঢ়ভাবে অবস্থান করছে। ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, কলেজে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত পূর্ণাঙ্গ গভর্নিং বডির (২০২৫-২০২৭) দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান, যা ছিল গৌরবোজ্জ্বল, মনোমুগ্ধকর এবং দৃষ্টান্তমূলক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডাঃ শামীম আহমেদ, তিনি বক্তব্যের শুরুতে অত্র কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মনির হোসেন খান সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কিছু বিষয়ে স্মৃতিচারণ করেন। তিনি গুণগত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তি রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার তৈরি হলে শিক্ষার মান বৃদ্ধি পেলে সমাজ ও দেশের উন্নয়ন হবে। তিনি গভর্নিং বডির নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন- নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ শুধু চাঁদপুর নয়, বরং সমগ্র দক্ষিণ-পূর্ব বাংলাদেশের শিক্ষাঙ্গনের একটি মডেল হতে পারে। এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা অর্জনে বর্তমান গভর্নিং বডির কার্যকর পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতা, স্বচ্ছতা ও আধুনিক দৃষ্টিভঙ্গির বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্যে নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি কর্নেল (অব.) মতিউর রহমান বলেন – অত্র কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মনির হোসেন খান সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, মহান আল্লাহ যেন তার ছদগায়ে জারিয়া কবুল করে তাঁকে জান্নাতের উচ্চ মোকাম দান করেন এই দোয়া করেন। তাছাড়াও তিনি অত্র এলাকার চৌধুরি বাড়ি, মিয়া বাড়িসহ নিশ্চিন্তপুর, নওদোনা, পাঠানচক, হরিনা, আনোয়ারপুরসহ সমগ্র মতলব উত্তর এর সর্বসাধারণের প্রতি অর্থ, সম্পদ, শ্রম মেধা দিয়ে অত্র প্রতিষ্ঠান তৈরি অবদানের জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি আরো বলেন, আমরা এই প্রতিষ্ঠানকে শিক্ষার উৎকর্ষে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ। ছাত্রছাত্রীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি কলেজের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও অবকাঠামোগত পরিবর্তনের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ ও সদস্য সচিব অধ্যক্ষ মোঃ কামাল হোসেন, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের সাবেক সভাপতি ফাতেমা খাতুন খান, প্রতিষ্ঠাতা সদস্য মারুফ হোসেন খান বিজয়, বিশিষ্ট শিক্ষানুরাগী ওবায়েদুল্লাহ হাওলাদার, মতলব বার্তার সম্পাদক রোটারিয়ান মো: টারজান মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও গ্রীণ ফেয়ার কিন্ডার গার্ডেন এর সভাপতি তারেক ইমাম চৌধুরী, মতলব উত্তর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মুন্সী, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী মামুন, ৫নং দুর্গাপুর ইউনিয়নের সভাপতি শামসুদ্দিন সরকার, ফ্রেন্ডস ৯৫ এর সহ-সভাপতি ও মতলব বার্তার বার্তা সম্পাদক মাহমুদুল হক চৌধুরী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শিক্ষার্থীদের প্রত্যাশা ও প্রতিক্রিয়া-
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তাদের মন্তব্য অনুযায়ী “নতুন কমিটির আগমন আমাদের কাছে আশার আলো। আমরা চাই শিক্ষা ব্যবস্থায় আরও আধুনিকতা আসুক, এবং আমাদের ভবিষ্যৎ প্রস্তুতি যেন সময়োপযোগী হয়।”

স্থানীয় জনগণ ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
এই অনুষ্ঠান শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যক্রম নয়, বরং এটি পুরো নিশ্চিন্তপুর ও আশেপাশের এলাকায় এক বিশেষ উদ্দীপনার সৃষ্টি করেছে। অভিভাবকরা নতুন কমিটির নেতৃত্বে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং কলেজ কর্তৃপক্ষের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাঁরা বিশ্বাস করেন নবনির্বাচিত কমিটি নিম্নে উল্লেখিত পয়েন্টগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

• শিক্ষার গুণগত মান বৃদ্ধি • পরীক্ষায় দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা • আধুনিক পাঠ্যক্রম ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রবর্তন • ছাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা
• গ্রন্থাগার ও ল্যাবরেটরি উন্নয়ন • শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির কর্মসূচি

উল্লেখ্য, অনুষ্ঠানের খবরটি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রচারিত হয়, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়। অনেকেই মন্তব্য করেন: “এ ধরনের অনুষ্ঠান শিক্ষার পরিবেশকে উৎসাহিত করে এবং ছাত্রছাত্রীদের মাঝে নেতৃত্ব ও দায়িত্ববোধের চর্চা বাড়াযবে।”
আজকের এই দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান ছিল নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের জন্য একটি নতুন ইতিহাসের সূচনা। একবিংশ শতাব্দীর শিক্ষা চাহিদা ও প্রযুক্তি নির্ভর বিশ্বে এই প্রতিষ্ঠান তার কার্যকর নেতৃত্বের মাধ্যমে জাতি গঠনের অন্যতম কারখানা হিসেবে পরিণত হবে — এমনটাই প্রত্যাশা সকলের।
আমরা বিশ্বাস করি, নতুন গভর্নিং বডি তাদের দায়িত্ব ও অঙ্গীকারের মাধ্যমে কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট