মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
মোঃ খসরুজ্জামান কবীর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে আজ মধ্যনগর উপজেলায় জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপ নিয়ে এক আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আবে হায়াত ও সঞ্চালনা করেন উপজেলা আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল কাইয়ুম মজনু। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাী কৃষক দলের যুগ্ম সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বি এন পির আহ্বায়ক কমিটির সদস্য জনাব আনিসুল হক। তিনি বলেন, “জনগণের অধিকার আদায়ে তারেক রহমান যে ৩১ দফা রূপরেখা দিয়েছেন, তা বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এ কর্মসূচি বাস্তবায়ন জরুরি।”তিনি আরও বলেন একটি গনতান্ত্রিক দেশে নির্বাচিত সরকার ব্যতীত দেশ পরিচালনা সম্ভব নয়। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন এর ব্যবস্তা করার কথা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে কাছে। অনান্য মধ্যে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা আহ্বায়ক কমিটির ২য় যুগ্ম আহ্বায়ক জনাব আবুল বাসার, ধর্মপাশা উপজেলা যুগ্ম আহ্বায়ক জনাব এস এম রহমত,মধ্যনগর যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য জনাব কামাল হোসেন, যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল,তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, মধ্যনগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদূর রহমান জিয়া, ছাত্রদল,সেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনার পর স্থানীয় বাজার, মোড় ও গুরুত্বপূর্ণ এলাকায় নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। লিফলেটে ৩১ দফা কর্মসূচির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়, যাতে জনগণ সচেতন হন এবং আগামীর নির্বাচন, রাষ্ট্র কাঠামো বাস্তবায়ন করতে পারে।