মোঃফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি লালমনিরহাট।
লালমনিরহাট জেলার লালমনিরহাট থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া চোরাই অটো/ইজিবাইক উদ্ধার, ক্রয় এবং বিক্রয় করার অপরাধে ০১ জন আসামী গ্রেফতার এবং নিয়মিত মামলা রুজ্জু।
ইং ১৬/০৭/২০২৫ তারিখ রাত্রী ০২.৩০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় লালমনিরহাট থানা পুলিশের একটি টিম লালমনিরহাট থানাধীন ০৮নং গোকুন্ডা ইউনিয়নের রথিপুর কাচারি পাড় মৌজাস্থ ০১নং এজাহারনামীয় ধৃত আসামী শাহজামাল (২৬), পিতা- মোঃ ধনী মাহমুদ এর বসত বাড়ী থেকে বিশেষ অভিযান পরিচালনা করিয়া (ক) একটি পুরাতন অটো/ইজিবাইক, মূল্য অনুমান- ১,১০,০০০/- টাকা, (খ) অটো রিক্সার বিভিন্ন পার্টস ও অটো খোলার যন্ত্রপাতি, যাহার সর্বমোট মূল্য- ১৫,০০০/- টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করে। উদ্ধারকারী অফিসার এসআই (নিঃ)/মোঃ রওশন মিয়া ও তার টিম। এ সংক্রান্তে লালমনিরহাট সদর থানার এফআইআর নং-৩৭ জিআর-৪১২ তারিখ- ১৬ জুলাই ২০২৫ ধারা- ৪১৩/৪১৪ পেনাল কোড ১৮৬০ মূলে মামলা রুজ্জু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।