—-বি এম ফরিদ আহমেদ হাইমচর উপজেলা প্রতিনিধি।
৩ লক্ষ ৩১ হাজার টাকা বিদ্যুৎ বিল ববেয়া থাকায় হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে আসেন স্থানীয় পল্লিবিদ্যুৎ কর্মীগন। এসময়ে হাসপাতালের কর্তব্যরত টি এসও , ডাঃ কেএম আব্দুল্লাহ আল মামুন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিখিত অঙ্গীকার প্রদানে ১৫ দিনের সময় নেন তাৎক্ষণিক পল্লী বিদ্যুৎ সমস্যা সমাধান হলেও দুর্নীতির কবলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রশ্নবিদ্ধ হয়ে যান বকেয়া ৩ লক্ষ ৩১ হাজার টাকা গেলো কোন খাতে সরকারী এতবড় ফান্ড কোন পুকুরচুরির ফাদে। এরই ধারাবাহিকতায় দুদক টিম পরিদর্শন করতে এসে উঠে এলো গর্তের সাপ, কেচো সত্য যাচাইয়ে দুদকের তদন্ত চলমান রয়েছে। দুর্নীতির নানা নকসা প্রকাশ্যে প্রতিীয়মান। হাইমচরের চরান্চল সহ সকল জনসাধারণের দাবী সুস্থ তদন্তের মাধ্যমে জনগণ সুফল লাভ করবে।