মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
গোপালগঞ্জে জুলাই যোদ্ধা ও এনসিপির পথসভায় কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর হামলা ও ভাংচুর এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামিলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজার হাজার নেতাকর্মী নিয়ে সফিপুর বাজার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।
এসময় মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলার আমির জনাব মো বেলাল হোসেন সরকার। অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়ে এই বিশাল মিছিল করেন।
এসময় তারা বিভিন্ন স্লোগান স্লোগান উত্বাল হয়ে ওঠেন। তারা বলেন একটা একটা লীগ ধর ধইরা ধইরা জেলে ভর। তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদার! সৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না। দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত। শহীদের রক্ত বৃথা যেতে দেবো না। ঢাকা না দিল্লি দিল্লি দিল্লি। আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলার এই বিশাল মিছিলের সাথে একাত্মতা প্রকাশ করে অসংখ্য জনসাধারণ ও তৌহিদী জনতা মিছিলে অংশ গ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা সংখিপ্ত বক্তব্য রাখেন। এসময় নেতারা সরকার ও প্রশাসনের দূর্বলতার কথা তুলে ধরেন।
তারা আরও বলেন নতুন স্বাধীন বাংলায় আর কোন অপশক্তিকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে আর-ও একবার জুলাই আগষ্টের গণ-অভ্যুত্থানের আন্দোলনের ডাক দেওয়া হবে। তারা সকল নেতাকর্মী এবং সকল জনগণকে সতর্ক থাকার আহবান জানান।