মোঃফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি লালমনিরহাট।
লালমনিরহাটে সদর থানার বিশেষ অভিযানে কর্তৃক অদ্য ১৯/০৬/২০২৫ খ্রিঃ তারিখ লালমনিরহাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে লালমনিরহাট সদর থানা বিভিন্ন এলাকা থেকে অপরাধী মোট –১১ (এগারো) জন আসামীকে গ্রেফতার করেছে পড়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।
বর্ণিত ধৃত মোট –১১ (এগারো) জন আসামীদ্বয়ের মধ্যে ০৫ (পাঁচ) জন ওয়ারেন্টভুক্ত আসামী, নিয়মিত চুরি মামলায় ০২(দুই) জন চোর, ০১ (এক) জন নারী ও শিশু মামলার এজাহারনামীয় আসামী, পুলিশ আইনের ৩৪ ধারায় ০২ জন , অন্যান্য মামলার এজাহারনামীয় আসামী ০১
জন।
পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন সুন্দর সমাজ গড়ি।