মোঃ মনির হোসেন গাজী
জয়দেবপুর থানা প্রতিনিধি, গাজীপুর।
গাজীপুরে চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজ বুধবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কয়েক শতাধিক মানুষ।
আজ ২৩/০৭/২০২৫ ইং রোজঃ বুধবার বেলা দুপুর ১২:৩০ মিঃ স্হানীয় বাঘের বাজার ঢাকা ময়মনসিংহ মহা সড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া বলেন, বাঘের বাজার এলাকায় অটোরিকশা স্ট্যান্ডসহ আশপাশের দোকানে নিয়মিত চাঁদাবাজি করে আসছে সেচ্ছাসেবক দলের নেতা ইউনুস আলী নছ,মিয়া, জসিম তাজ, এঘটনায় গত ২০ জুলাই একটি চাঁদাবাজি মামলা রুজু হয় জয়দেবপুর থানায়। মামলা রুজুর পরও এখন পর্যন্ত চিহ্নিত চাঁদাবাজরা গ্রেপ্তার হয়নি। এনিয়ে অটোরিকশা চালক ও স্থানীয় বাজারের দোকানীরা শঙ্কিত রয়েছে। চিহ্নিত চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার দাবি করেন।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, পুলিশ তদন্ত করে চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা রুজু করলো। অথচ চাঁদাবাজরা গ্রেপ্তার হচ্ছে না। আমরা চিহ্নিত চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি। পুলিশ যেন দ্রুত চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তার করে। তবেই স্থানীয় অটোরিকশা চালক ও বাজারের ব্যবসায়ীরা শান্তি পাবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিদ্দিকুর রহমান, মো. ফারুক মিয়া, নাজমুল হক, আমজাদ হোসেন, দেলোয়ার হোসেন, কফিল উদ্দিন, গোলাপ সাইজি, মামুনুর রশীদ সরকার প্রমুখ।