মোঃফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি লালমনিরহাট
লমনিরহাট থানার অভিযানে মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ০৫ পাতায় মোট ৫০ পিচ, সহ ০৩ জন গ্রেফতার
পুলিশ সুপার, লালমনিরহাট জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয় এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ তুহিন মিয়া, সঙ্গীয় অফিসার ও যৌথবাহিনী সহ মাদক বিরোধী অভিযান করাকালে ১.মোঃ গোলার হোসেন স্বাধীন মিয়া (৩৩), পিতা- মোঃ আবুল কালাম আজাদ, মাতা- মোছাঃ গোলেনুর বেগম, ২. মোছাঃ ফাতেমা আক্তার বিজলী (২৮), স্বামী- মোঃ গোলার হোসেন স্বাধীন মিয়া, উভয়ের সাং-বালাটারী বিএনপি কলোনী, ৩. মোঃ বিপ্লব হোসেন (৩৩), পিতা-মোঃ শামীম হোসেন, মাতা- মোছাঃ নুরজাহান বেগম, সাং- বালাটারী এলজিইডি পাড়া, সকলে ০১নং ওয়ার্ড, লালমনিরহাট পৌরসভা, উপজেলা/থানা- লালমনিরহাট, জেলা- লালমনিরহাট,বাংলাদেশকে মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ০৫ পাতায় মোট ৫০ পিচ সহ হাতে নাতে গ্রেফতার করেন। আসামীগনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানার এফআইআর নং-৫০, জিআর-৪২৫, তারিখ- ২২ জুলাই ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করতঃ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।