মোঃফজলুল হক মানিক
জেলা প্রতিনিধি লালমনিরহাট।
লালমনিরহাটে পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে শান্ত রায় (১৪) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার অভিযান শুরু করেছে ডুবুরিদল।
রোববার (২০ জুলাই) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেঘারাম গ্রামের ছয়মাথার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
তাকে উদ্ধারে রাত ৮টার দিকে নদীতে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
নিখোঁজ কিশোর শান্ত রায় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমণ্ডল গ্রামের বিনোদ চন্দ্র বর্মণের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোড়কমণ্ডল থেকে মোটরসাইকেলযোগে গাঁজা বহনকারী একটি চক্র মাদক পাচার করতে লালমনিরহাটের দিকে আসছিল। এমন খবরে অভিযান চালায় লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
জেলা শহরের অদূরেই মোগলহাট ইউনিয়নের মেঘারাম গ্রামে ধরলা নদীর ছয়মাথা নামক ওই ঘাটে অবস্থান নেয় ডিবি পুলিশ। দুপুরে নৌকা ঘাটে পৌঁছামাত্র ডিবি পুলিশ মোটরসাইকেলসহ অমল চন্দ্র নামে এক মাদক বিক্রেতাকে আটক করে চার কেজি গাঁজা জব্দ করে।
এ সময় পুলিশি ঝামেলা এড়াতে শান্ত নৌকা থেকে ধরলা নদীতে ঝাঁপ দিয়ে কিছুদূরে উঁচু স্থানে অবস্থান নেয়। পরে পুলিশ সেখানে ধাওয়া দেওয়ার চেষ্টা করলে আবার নদীতে লাফ দেয় সে। এরপর থেকে খোঁজ মেলেনি ওই কিশোরের। দিনভর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় সন্ধ্যায় নদীতে উদ্ধার অভিযান শুরু করে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটির ডুবুরিদল। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১১টা) তার সন্ধান মেলেনি।