মনোহরদী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ এমরুল ইসলাম
শুক্রবার(২৫ জুলাই)বিকালে
উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা
গ্রামে অবস্থিত আইডিয়াল স্কুলের আয়োজনে তালতলা খেলারগ মরহুম এস.এম নুরুল হক ডাক্তার স্মৃতি ফুটবল প্রীমিয়ার
লীগের ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
তীব্র প্রতিযোগীতা পূর্ণ খেলায় জব্বার মৌলভী পাড়া ফুটবল একাদশ ট্রাইবেকারে ৩-১ গোলে পরামানিক পাড়া ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উর্ত্তীর্ণ হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু।
মনোহরদী উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মফিজ উদ্দীন মেম্বার এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাফি উদ্দীন আকন্দ করুন।
মনোহরদী উপজেলা ছাত্রদল নেতা,আবদুল্লাহ্ আল মামুন টিটু পৃষ্টপোষকতায় আইডিয়াল স্কলের প্রতিষ্ঠাতা মাহবুবুল আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনোহরদী পৌরসভা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইমরান হোসেন,সদস্য সচিব মিজানুর রহমান মাহফুজ,মনোহরদী উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান নীলু ,কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মস্তুফা হোসেন মাতু,খিদিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন মিয়া প্রমূখ।
এ সময় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।