মো: জিহাদ হোসেন
বিশেষ প্রতিনিধি চাঁদপুর।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ গালিমখাঁ গ্রামে কয়েকটি বেদে পরিবারের অত্যাচার, ভূমি দস্যু, সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ট হয়ে পড়েছে এলাকাবাসী। শুধু তাই নয় ওই বেদে পারিবারের বিরুদ্ধে কেউ কথা বললেই বিভিন্ন জেলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। তাদের অত্যাচারী কর্মকান্ডের প্রতিবাদে ও বেদের পরিবার উচ্ছেদের দাবীতে আজ শনিবার দুপুরে গালিমখাঁ আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন, ফজলুল হক খান, মোঃ নান্নু খান, সাইফুল ইসলাম মিয়াজী, স্থানীয় ইউপি সদস্য মোঃ ইউনুছ, সুমন খান, মোজাম্মেল হক, আবু সাইদ খান, রাশিদা বেগম ও মমতাজ বেগম প্রমুখ। এছাড়াও এলাকার শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করেন।
এসময় বক্তারা বলেন, গত ১০-১৫ বছর আগে ওই বেদে পরিবারটি ধনোগোদা নদীতে নৌকায় বসবাস করতো। পরে তারা সরকারি জায়গায় বাড়ি নির্মাণ করেন বসবাস শুরু করে। এখন তারা কয়েকটি পরিবারে রূপান্তরিত হয়ে কোন অদৃশ্য শক্তির খাটিয়ে আমাদের দক্ষিণ গালিমখাঁ গ্রামের মানুষের উপর অত্যাচার শুরু করেছে।
তারা আরো বলেন, আমাদের ফিসারির মাছ ধরে নিয়ে যায়, আমাদের বাড়িতে লাকড়ি বা অন্য যা কিছু পায় নিয়ে যায়, কিছু বললেই আমাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মিথ্যা মামলা দেয়। এ পর্যন্ত ৮-১০ জনের নামে মিথ্যা মামলা দিয়েছে। তারা সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করতে চায়। কিছু বললেই মারমুখী আচরণ করে। তাদের অত্যাচারে আমরা অতিষ্ট। আমরা মামলা করেছি, দ্রুত এই বেদে-দেরকে এখান থেকে আইনগতভাবে উচ্ছেদ করার জন্য প্রশাসনের কাছে জোড় দাবী জানাচ্ছি।